রেকটিফায়ার (Rectifier) কি? এর প্রকারভেদ, প্রয়োজনীয়তা এবং প্রয়োগ

রেকটিফায়ার (Rectifier) হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা পরিবর্তী প্রবাহ (AC) কে একমুখী প্রবাহ (DC) তে রূপান্তরিত করে, যার দিক হলো একটি নির্দিষ্ট দিকে এবং এই প্রক্রিয়াকে বলে একমুখীকরন (রেকটিফিকেশন)।

রেকটিফায়ার-এর প্রকারভেদ
রেকটিফায়ার প্রধানত দুই প্রকার। যথা:
(i) হাফ-ওয়েভ রেকটিফায়ার।
(ii) ফুল-ওয়েভ রেকটিফায়ার।

ফুল-ওয়েভ রেকটিফায়ার আবার দুই প্রকার। যথা:
(i) সেন্টার টেপ ফুল-ওয়েভ রেকটিফায়ার।
(ii) ফুল-ওয়েভ ব্রিজ রেকটিফায়ার।

রেকটিফায়ারের প্রয়ােজনীয়তা ও প্রয়ােগ
রেকটিফায়ার এমন একটি ডিভাইস, যার সাহায্যে এসি ভােল্টেজ সরবরাহকে ডিসি ভােল্টেজে রূপান্তরিত করা হয়। আর যে পদ্ধতিতে এই রূপান্তরিত করা হয়, সেই পদ্ধতিকে বলা হয় রেকটিফিকেশন। অধিকাংশ ইলেকট্রনিক ইকুইপমেন্ট ডিসি ভােল্টেজে পরিচালিত হয়। কিন্তু আমাদের স্বাভাবিক সরবরাহ ভােল্টেজ হচ্ছে এসি। ফলে ইলেকট্রনিক ইকুইপমেন্ট পরিচালনার জন্য সরবরাহ ব্যবস্থার এসি ভােল্টেজ পরিবর্তন বা রেকটিফাই করে ডিসি ভােল্টেজে রূপান্তর করতে হয়।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “রেকটিফায়ার (Rectifier) কি? ” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts