ভারী ট্রাক বা বাস চালনার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বনের প্রয়োজন কেন?
একটি নির্দিষ্ট দ্রুতিতে চলমান একটি হালকা ট্রাক বা বাসের তুলনায় একটি ভাড়ী ট্রাক বা বাসের ভরবেগের মান অনেক বেশি হয়। এতে করে ট্রাকটি কখনো থামানোর প্রয়োজন হলে, খুব অল্প সময়ের জন্য অনেক বড় মানের বল প্রয়োগ করতে হয়, যা অনেক সময় অসম্ভব হয়ে উঠতে পারে। তখন মারাত্মক কোনো দুর্ঘটনা হতে পারে। এজন্য ভারী ট্রাক বা বাস চালনার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হয়।