প্রিজম কাকে বলে?

যে ঘনবস্তুর দুই প্রান্ত সর্বসম এবং সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ এবং অন্য তলগুলো সামান্তরিক তাকে প্রিজম বলে। ভূমির তলের নামের ওপর নির্ভর করে প্রিজমের নামকরণ করা হয়। যেমন, ত্রিভুজাকার প্রিজম, চতুর্ভূজাকার প্রিজম, পঞ্চভুজাকার প্রিজম ইত্যাদি।

প্রিজমের যে তল দিয়ে আলোক রশ্মি প্রবেশ করে এবং যে তল দিয়ে আলোক রশ্মি বের হয়ে যায় তাদেরকে প্রিজমের প্রতিসরণ তল বলে। প্রতিসরণ তলদ্বয় যে রেখায় ছেদ করে তাকে প্রিজমের শীর্ষ বলে এবং মধ্যবর্তী কোণকে প্রিজম কোণ বা প্রতিসরণ কোণ বলে। প্রিজম কোণের বিপরীত তলকে প্রিজমের ভূমি বলে। প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণ তলদ্বয়ের সাথে লম্ব হয় এমন যে কোনো একটি কল্পিত সমতলকে প্রিজমের ছেদ বলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *