কোষের সমন্বয় কাকে বলে? চুম্বকের ধর্ম বলতে কী বোঝায়?

শক্তিশালী প্রবাহ পাওয়ার জন্য একাধিক কোষ একত্রে ব্যবহার করাকে কোষের সমন্বয় (Combination of cell) বলে। কোষের সমন্বয়কে অনেক সময় সমবায়, সন্নিবেশ বা সমাবেশও বলে। একাধিক কোষ এক সাথে ব্যবহার করলে তাকে ব্যাটারিও বলা হয়। কোষের সমন্বয় দুই প্রকার হয়ে থাকে।

১. শ্রেণি সমন্বয় (Series combination)

২. সমান্তরাল সমন্বয় (Parallel combination)

চুম্বকের ধর্ম বলতে কী বোঝায়?

চুম্বকের ধর্ম বলতে এর বৈশিষ্ট্যসমূহকে বোঝায়। যেমন– চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতমেরু পরস্পরকে আকর্ষণ করে। চুম্বক সর্বদা উত্তর ও দক্ষিণমুখী হয়ে থাকে। একটি দণ্ডচুম্বককে যত টুকরাই করা হোক না কেন সর্বদা উত্তর মেরু ও দক্ষিণ মেরু সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *