চৌম্বক তীব্রতা কাকে বলে? তাড়িতচুম্বক কী কী কাজে লাগে?
চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক শক্তিসম্পন্ন বিচ্ছিন্ন উত্তর মেরু স্থাপন করলে এ মেরু যে বল অনুভব করে তাকে উক্ত চৌম্বক ক্ষেত্রের জন্য ঐ বিন্দুর চৌম্বক তীব্রতা বলে। চৌম্বক তীব্রতা একটি ভেক্টর রাশি।
চৌম্বক ক্ষেত্রের কোন বিন্দুতে বলরেখার সাথে অঙ্কিত স্পর্শক ঐ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক তথা চৌম্বক তীব্রতার দিক এবং বলরেখার সাথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা চৌম্বকক্ষেত্রের তীব্রতার মান নির্দেশ করে।
তাড়িতচুম্বক কী কী কাজে লাগে?
বৈদ্যুতিক ঘণ্টা তৈরি, লোহা বা ইস্পাতের ভারী জিনিস উঠানামা করা বা আবর্জনা সরানোর ক্রেন তৈরিতে তাড়িতচুম্বক ব্যবহার করা হয়। চোখের ভেতর লোহা বা ইস্পাতের গুঁড়া ঢুকলে তা বের করার কাজে এ চুম্বক ব্যবহার করা হয়। এছাড়া টেলিফোনের ইয়ারপিস ও দরজার তালায় তাড়িতচুম্বক ব্যবহার করা হয়।