পড়াশোনা
0 min read

আলোর প্রকৃতি (Nature of Light in bangla)

আলো কী? আলোর প্রকৃতি কেমন?

আলো এক প্রকার শক্তি বা বাহ্যিক কারণ, যা চোখে প্রবেশ করে দেখার অনুভূতি জন্মায়। আলোর উপস্থিতিতে আমরা কোনো বস্তুকে দেখতে পাই এবং আলো না থাকলে দেখতে পাই না । আলো সর্বদা সরল পথে চলে। কোন বাঁধা পেলে দিক পরিবর্তন করে না। তবে আলোর প্রতিফলন ও প্রতিসরণ ঘটে থাকে। শূন্য মাধ্যমে আলোর গতি প্রতি সেকেন্ডে ১৮৬০০০ মাইল বা ৩ লক্ষ কিলোমিটার।

আলোর প্রকৃতি : আলো কখনও কখনও তরঙ্গের মতো আচরণ করে আবার কখনও কণার মতো আচরণ করে।

দীপ্তমান বস্তু থেকে চোখে আলো আসার তত্ত্বগুলো কী কী?
দীপ্তমান বস্তু থেকে চোখে আলো আসার তত্ত্ব ৪টি। যথা :
১। কণা তত্ত্ব;
২। তরঙ্গ তত্ত্ব;
৩। তড়িৎ চৌম্বক তত্ত্ব এবং
৪। কোয়ান্টাম তত্ত্ব।

Rate this post