স্বীকার্য কাকে বলে? জ্যোতির্বিজ্ঞান বলতে কী বুঝ?
কোনো বৈজ্ঞানিক তত্ত্ব একটি সার্বিক বিবৃতির মাধ্যমে স্বীকার করে নিলে তাকে স্বীকার্য বলে। স্বীকার্যগুলো প্রাথমিকভাবে বিনা তর্কে স্বীকার করে নিলেও পরে তা পরীক্ষার দ্বারা প্রমাণিত হতে হয়। যেমন, আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব দুটি স্বীকার্যের ওপর প্রতিষ্ঠিত।
জ্যোতির্বিজ্ঞান বলতে কী বুঝ?
জ্যোতির্বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে মহাকাশ ও মহাজাগতিক বস্তু সম্পর্কে পর্যালােচনা করা হয়। এখানে মহাবিশ্ব ও এর বস্তু উপদানসমূহের গঠন ও অন্যান্য ধর্মাবলি নিয়ে আলােচনা করা হয়। যেমন— গ্রহ, নক্ষত্রের গঠন, গতিবিধি জীবনকাল, ব্ল্যাক হােল ইত্যাদি এর আলােচ্য বিষয়।