RMS ভ্যালু বা RMS মান কাকে বলে? তড়িৎ কত প্রকার ও কী কী?
RMS এর পূর্ণ নাম Rotto Mean Square। একে এসি সিগন্যালের কার্যকরী মান বলা হয়। এটি হলো এসি এর সমতুল্য ডিসি মান। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার ডিসি কারেন্ট প্রবাহের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় ঠিক সেই পরিমাণ তাপ উৎপন্ন করতে ঐ পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ এসি কারেন্টের প্রয়োজন হয় সেই পরিমাণ এসি কারেন্টকে RMS ভ্যালু বা RMS মান বলে।
তড়িৎ কত প্রকার ও কী কী?
তড়িৎ দুই প্রকার। যথাঃ (১) স্থির তড়িৎ এবং (২) চল তড়িৎ। তড়িৎ যখন কোন বস্তুতে আবদ্ধ থাকে এবং প্রবাহিত হয় না তখন একে স্থির তড়িৎ বলে। আবার, তড়িৎ যখন কোন বস্তুর মধ্য দিয়ে চলাচল করে বা প্রবাহিত হয় তখন একে চল তড়িৎ বলে।