ভেক্টর বিভাজন কী? মহাকর্ষ বিভবের মান ঋণাত্মক হয় কেন?

একটি ভেক্টরকে যদি দুই বা ততোধিক ভেক্টরে এমনভাবে বিভক্ত করা হয় যাদের লন্ধি মূল ভেক্টরের সমান হয়, তবে এই বিভক্তকরণ প্রক্রিয়াকে ভেক্টর বিভাজন বলে।

মহাকর্ষ বিভবের মান ঋণাত্মক হয় কেন?
দুটি বস্তুর মধ্যে সর্বদা আকর্ষণ বল বিদ্যমান থাকায় একক ভরের বস্তুকে বৃহৎ ভরসম্পন্ন বস্তুর দিকে নিতে বহিঃশক্তি বা বাইরের কোনো এজেন্টকে প্রকৃতপক্ষে কোনো কাজ করতে হয়। বহিঃস্থ এজেন্ট কর্তৃক কৃতকাজ ধনাত্মক। এক্ষেত্রে বহিঃস্থ এজেন্টকে কোনো কাজ করতে হয় না। উপরন্তু মহাকর্ষ বলের দ্বারা কাজ হয়। সুতরাং এক্ষেত্রে সম্পন্ন কাজ হবে ঋণাত্মক। কাজেই কোনো বস্তু কর্তৃক সৃষ্ট মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভবের মান সর্বদা ঋণাত্মক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *