এক্স রশ্মি কাকে বলে? এক্স-রশ্মির ব্যবহার।
চিকিৎসা ক্ষেত্রে, গবেষণা কাজে, শিল্প কারখানায় নিরাপত্তার কাজে, চোরা চালান নিরোধে এক্ষ-রে ব্যবহৃত হয়। এছাড়া দেহের ক্ষতিকর সেল, টিউমার ধ্বংস করতে ও হাড়ভাঙা ও দেহের অভ্যন্তরে কোনো অঙ্গ-প্রত্যঙ্গের ছবি তুলতে এক্সরে ব্যবহৃত হয়। ধাতব পাতে কোনো ফাটল আছে কিনা তা নির্ধারণেও এক্স-রশ্মি ব্যবহৃত হয়।