ইলেকট্রন আসক্তি কাকে বলে? ধাতু বিদ্যুৎ সুপরিবাহী হওয়ার কারণ ব্যাখ্যা করো।
নিকটবর্তী নিষ্ক্রিয় কাঠামো অর্জনের স্বাভাবিক প্রয়োজনে কোনো গ্যাসীয় পরমাণুর যোজ্যতা স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে উক্ত মৌলের ইলেকট্রন আসক্তি বলে। ইলেকট্রন আসক্তি একটি তাপোৎপাদী প্রক্রিয়া।
ধাতু বিদ্যুৎ সুপরিবাহী হওয়ার কারণ ব্যাখ্যা করো।
আধুনিক ধারণা অনুযায়ী ধাতব পরমাণুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে আবদ্ধ থাকে। ধাতব খণ্ডে এ ইলেকট্রনগুলো পরমাণুর কক্ষপথ থেকে বের হয়ে সমগ্র খণ্ডে মুক্তভাবে চলাচল করে। বিমুক্ত ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে থাকে না। বরঞ্চ সমগ্র ধাতব খণ্ডের হয়ে যায়। ইলেকট্রন হারিয়ে ধাতুর পরমাণুগুলো আয়নে পরিণত হয়ে এক ত্রিমাত্রিক জালকে অবস্থান করে। ফলে এক ইলেকট্রন সাগরে ধাতব আয়নগুলো নিমজ্জিত আছে বলে মনে করা হয়। বিমুক্ত ইলেকট্রনের কারণে ধাতু বিদ্যুৎ সুপরিবাহী। কেননা, ইলেকট্রনের স্রোতই বিদ্যুৎ প্রবাহের মূল কারণ।