গৌণ বায়ুদূষক কাকে বলে?
যে সকল বায়ুদূষক বায়ুমণ্ডলে প্রাথমিক বায়ুদূষক থেকে উৎপন্ন হয়, তাদেরকে গৌণ বায়ুদূষক বলে। যেমন- O3, এসিড বৃষ্টি, আলোক রাসায়নিক ধোয়নো ইত্যাদি। জলীয় বাম্প, অক্সিজেন, সূর্যরশ্মির প্রভাবে কতিপয় বায়ুদূষক গৌণ বায়ুদূষকে রূপান্তরিত হয়। অনেকক্ষেত্রে গৌণ বায়ুদূষকসমূহ প্রাথমিক গৌণদূষক থেকেও তীব্রতর বিরূপ প্রভাব সৃষ্টি করে।