নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে? আণবিক ভর এর কোন একক নেই? ব্যাখ্যা করো।
আণবিক ভর এর কোন একক নেই?
আণবিক ভর হচ্ছে একটি অনুপাত সংখ্যা। যার কারণে এর কোন একক নেই।
আধুনিক সংজ্ঞা অনুসারে আণবিক ভর হচ্ছে- কোন পদার্থের একটি অণুর ভর এবং কার্বন-12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশের অনুপাত।
সুতরাং, আণবিক ভর অনুপাত সংখ্যা হাওয়াই এর কোন একক নেই।