‘আস’ এবং ‘ইক’ যৌগ কাকে বলে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা করো।
কোন ধাতব মৌলের দুই বা ততোধিক যোজনী থাকলে কম যোজনীর যৌগকে সাধারণত ‘আস’ যৌগ এবং বেশি যোজনীর যৌগকে ‘ইক’ যৌগ বলে। যেমন–
FeCl2 = ফেরাস ক্লোরাইড (আয়রনের যৌজনী 2)
FeCl3 = ফেরিক ক্লোরাইড (আয়রনের যৌজনী 3)।
ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা করো।
পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস ও কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকার কারণে পরমাণুর ভেতরে একটি বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এ চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। পরমাণুর ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহৃত হয় একে চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। একে m দ্বারা প্রকাশ করা হয়। m-এর মান O থেকে l পর্যন্ত হয়।