Modal Ad Example
পড়াশোনা

অসমোটিক চাপ কাকে বলে? মানব শরীরের জন্য আর্সেনিক ক্ষতিকর কেন?

0 min read

একই সঙ্গে কোনো ধাতু বা হাইড্রোজেনকে তাদের নিজেদের আয়নের দ্রবণে স্থাপন করা হলে ধাতু অথবা হাইড্রোজেন গ্যাসের দ্রবণে যাওয়ার প্রবণতা বিপরীতমুখী একটি চাপ দ্বারা বাধাপ্রাপ্ত হয়। দ্রবণের এ বিপরীতমুখী চাপকে দ্রবণের অসমোটিক চাপ বলে।

মানব শরীরের জন্য আর্সেনিক ক্ষতিকর কেন?

মানব শরীরের জন্য আর্সেনিক ক্ষতিকর। কারণ আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে লিভার সিরোসিস, ফুসফুস ও মুত্রনালিতে ক্যান্সার হতে পারে। দীর্ঘস্থায়ী আর্সেনিক সংক্রমণের ফলে অস্থিমজ্জা কোষ থেকে রক্ত কোষ উৎপাদন ব্যাহত হয়। এছাড়াও চর্মে রক্ত চলাচল ব্যাহত, গলা, ঘাড়, বুক ও পিঠের চামড়ায় ধূসর বর্ণের দাগের সৃষ্টি হয়। এজন মানব শরীরের জন্য আর্সেনিক ক্ষতিকর।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x