কোনো যৌগে অপ্রতিসম কার্বণ পরমাণু থাকা সত্ত্বেও যদি যৌগটির এক অংশ তার অপর অংশের সমবর্তিত আলোর তলের আবর্তন মাত্রাকে প্রশমিত করে দেয় ফলে যোগটি সামগ্রিকভাবে আলোক নিস্ক্রিয় হয় তবে এরূপ যৌগকে মেসো যৌগ বলে। যেমন– মেসো টারটারিক এসিড একটি মেসো যৌগ।
মেসো যৌগের আলোক নিষ্ক্রিয়তার কারণ : মেসোটারটারিক এসিডে দুটি অপ্রতিসম কার্বন পরমাণু থাকা সত্ত্বেও এটি আলোকে নিষ্ক্রিয় কারণ এর অণুতে একটি প্রতিসাম্য তল বর্তমান, অর্থাৎ অণুটি তার দর্পণ প্রতিবিম্বের উপর উপরিপাতিত হয়। ১ম অর্ধাংশ আলোর তলকে যে পরিমাণ ঘুরায় ২য় অর্ধাংশ সমান পরিমাণ বিপরীত দিকে ঘুরায় বলে লব্ধি ঘূর্ণন নিষ্ক্রিয় শূন্য হয়। ফলে অণুটি আলোক নিষ্ক্রিয় হয়।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “মেসো যৌগ কাকে বলে?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।