সন্নিবেশ বন্ধন কাকে বলে? সন্নিবেশ বন্ধন গঠনের শর্ত কি কি?
দুইটি পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে তড়িৎযোজী বন্ধন এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়। কিন্তু এমন একটি বন্ধন আছে যেখানে, অণু গঠনের সময় একটি পরমাণুই বন্ধন সৃষ্টির জন্য প্রয়োজনীয় ইলেকট্রনযুগল প্রদান করে এবং অপর পরমাণু কোনো ইলেকট্রন না দিয়ে তা সরবরাহকারী পরমাণুর সাথে সমানভাবে শেয়ার করে। এভাবে সৃষ্ট বন্ধনই হচ্ছে সন্নিবেশ বন্ধন।
দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টির জন্য প্রয়োজনীয় ইলেকট্রন যুগল একটিমাত্র পরমাণু কর্তৃক যোগান দিয়ে এবং অপর পরমাণু তা সমভাবে শেয়ারের মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে সন্নিবেশ বন্ধন বলে।
সন্নিবেশ বন্ধন গঠনের শর্ত
সন্নিবেশ বন্ধন গঠনের শর্তসমূহ নিম্নরূপ–
(i) দুটি পরমাণুর মধ্যে দাতা পরমাণুটির যোজ্যতা কক্ষে অবশ্যই একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় (Lone pair of electrons) থাকতে হবে।
(ii) ঐ ইলেকট্রন জোড়কে গ্রহণ করার জন্য গ্রহীতা পরমাণুর বহিস্থ কক্ষে অন্তত একটি ফাঁকা অরবিটাল থাকা প্রয়োজন।
(iii) দাতা পরমাণুর ইলেকট্রন জোড় গ্রহীতা পরমাণুতে সম্পূর্ণরূপে স্থানান্তরিত হবে না, বরং দাতা ও গ্রহীতা উভয় পরমাণুই ঐ ইলেকট্রন জোড়কে ব্যবহার করবে।