পাউডার মেটালার্জি কাকে বলে? পাউডার মেটালার্জির সুবিধা।

ধাতুবিদ্যার যে শাখায় ধাতুর পাউডার প্রস্তুতি এবং সে পাউডার থেকে নির্দিষ্ট তাপ ও চাপ প্রয়ােগে মানুষের সেবা উপযােগী যন্ত্রপাতি বা কাঙ্ক্ষিত কাৰ্যবস্তু তৈরি ও তাদের বৈশিষ্ট্য নিয়ে আলােচনা করা হয়, তাকে পাউডার মেটালার্জি (Powder Metallurgy) বলে।

পাউডার মেটালার্জির সুবিধা

  • পাউডার মেটালার্জির সুবিধাগুলাে নিচে তুলে ধরা হলোঃ
  • এমন সব দ্রব্য যা অন্য কোন পদ্ধতিতে তৈরি করা যায় না, তা এ পদ্ধতিতে তৈরি করা যায়।
  • ধাতব ও অধাতব পাউডার এর মিশ্রণ দিয়েও দ্রব্য তৈরি করা যায়।
  • জটিল আকৃতির দ্রব্য তৈরি করা যায়।
  • এ পদ্ধতিতে ধাতব উপাদান এবং অনুপাত সঠিক রাখা যায়।
  • এ পদ্ধতিতে তৈরি দ্রব্যের কোন মেশিনিং প্রয়ােজন হয় না।
  • বহুল উৎপাদনের ক্ষেত্রে এ পদ্ধতির সুবিধা বেশি।
  • দক্ষ শ্রমিকের প্রয়ােজন হয় না।
  • উৎপাদিত কাৰ্যবস্তু অত্যন্ত মসৃণ ও সুন্দর হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *