পড়াশোনা

লিগ্যান্ড কি? সূক্ষ্ম ছাঁকনি বর্ণনা কর।

1 min read

জটিল আয়ন বা জটিল যৌগ গঠনের সময় নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী পরমাণু আয়ন বা যৌগ অণুকে দাতা বা লিগ্যান্ড বলে। এটি একটি কেন্দ্রীয় ধাতু পরমাণুর সাথে বন্ধনে যুক্ত হয়ে একটি সন্নিবেশ জটিল যৌগ গঠন করে।

সূক্ষ্ম ছাঁকনি বর্ণনা কর।

বায়ুতে থাকা সূক্ষ্মকণা ঝুল, ধোয়া ও কুয়াশায় মিশ্রণ হতে ক্ষতিকর দ্রব্যাদি দূরীকরণে বিশেষ ধরনের সূক্ষ্ম ছাকনি বা ফিল্টার ব্যবহার করা হয়। এই ছাকনিগুলো সিলিকন কার্বাইড দ্বারা বিশেষভাবে তৈরি হয়। বায়ুকে যখন জোরপূর্বক এই ছাকনির মধ্য দিয়ে প্রবাহিত করা হয় তখন দূষক কণাগুলো ছাকনির গায়ে আটকে যায়, ফলে বায়ু দূষণ মুক্ত হয়। ডিজেল ইঞ্জিন হতে দূষক কমানোর জন্য Diesel Particulate Filter or DPF ছাকনি তৈরি হয় ২০০৭ সালে।

আবেশিত বৈদ্যুতিক চার্জ ব্যবহার করে বায়ুতে বিদ্যমান থাকা সূক্ষ্ম কণাকে ছাকনির মাধ্যমে পৃষ্ঠতল পৃথক করে বায়ুর দূষণ কমাবার আর একটি পদ্ধতি রয়েছে। একে Electrostatic Precipitator or ESP বলে। এটি খুবই ফলপ্রসূ একটি পদ্ধতি। দূষণযুক্ত বায়ুকে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ ক্ষেত্রে প্রবাহিত করলে দূষকগুলো চার্জযুক্ত হয় যা বিপরীত চার্জের ইলেকট্রোড দ্বারা আকর্ষিত হয়। এভাবে বায়ু দূষণ মুক্ত হয়।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “লিগ্যান্ড কি? সূক্ষ্ম ছাঁকনি বর্ণনা কর।” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

5/5 - (26 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x