লুইস তত্ত্বের প্রয়োগ ও সীমাবদ্ধতা।

লুইস তত্ত্বের প্রয়োগ ও সীমাবদ্ধতা।

লুইস তত্ত্বের প্রয়োগঃ

১. এ তত্ত্ব অনুযায়ী প্রশমন বিক্রিয়ায় প্রোটনের আদান প্রদান ঘটে না।

২. প্রশমন বিক্রিয়া দ্রাবকের অনুপস্থিতিতে ঘটানো যায়।

৩. এ তত্ত্ব দ্বারা ধাতব অক্সাইড গুলির ক্ষারকত্ব ও আধাতব অক্সাইডগুলোর অম্লত্ব ব্যাখ্যা করা যায়।

৪. এ তত্ত্ব অনুযায়ী সন্নিবেশ যৌগ গঠন করা সম্ভব।

 

লুইস তত্ত্বের সীমাবদ্ধতাঃ

১. অধিকাংশ লুইস অ্যাসিড-ক্ষারক বিক্রিয়া অত্যন্ত ধীর গতি সম্পন্ন।

২. বিভিন্ন গ্রুপের তড়িৎ ঋণাত্মকতার উপর প্রশমন বিক্রিয়া নির্ভর করে।

৩. এ তত্ত্ব অনুসারে অ্যাসিড ক্ষারক মিলনে সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি হয়। কিন্তু তা সাধারণ এডিস ক্ষারক বিক্রিয়ার মত নয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *