ফানেল কি? What is Funnel in Bangla?
ফানেল হচ্ছে কাঁচের তৈরি গোলাকার মুখ বিশিষ্ট একটি পাত্র। যার এক প্রান্ত ক্রমে সরু হয়ে কাঁচনলের সাথে যুক্ত থাকে। বিভিন্ন মাপন ফ্লাস্কে তরল পদার্থ নেওয়ার জন্য ফানেল ব্যবহার করা হয়। যেমনঃ ব্যুরেট বা কনিক্যাল ফ্লাস্কের মুখে ফানেল বসিয়ে তরল নেওয়া হয়। তবে ফানেল ব্যবহারের পূর্বে এটিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে।