বিশ্লেষণী রসায়ন কি? প্রলম্বিত কণাসমূহ ক্ষতিকারক কেন?
বিশ্লেষণী রসায়ন হচ্ছে রসায়নের একটি শাখা, যেখানে পদার্থের বিশ্লেষণের মাধ্যমে তাদের গঠন, সংযুক্তি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।
প্রলম্বিত কণাসমূহ ক্ষতিকারক কেন?
বায়ুতে প্রলম্বিত ক্ষুদ্রাতিক্ষুদ্র কঠিন ও তরল কণাকে প্রলম্বিত কণা বলা হয়। এ কণাগুলোর ব্যাস খুবই ছোট (0.00002μ-500μ)। বায়ুতে বিদ্যমান বিভিন্ন ক্ষতিকারক উপাদান যেমন: CO, CO2, NO3, H2S প্রভৃতির প্রলম্বিত কণাসমূহ শ্বাস-প্রশ্বাসের সাথে প্রতিনিয়ত আমরা গ্রহণ করি। ফলে আমরা নানা ধরনের রোগে আক্রান্ত হই। এছাড়া এসব কণার প্রভাবে গাছের পাতার ছিদ্র পথগুলোবন্ধ হয়ে যায়। তবে উদ্ভিদের বৃদ্ধি ও ফসলের উৎপাদন হ্রাস পায়। তাই প্রলম্বিত কণাসমূহ ক্ষতিকারক।