পড়াশোনা

বিশ্লেষণী রসায়ন কি? প্রলম্বিত কণাসমূহ ক্ষতিকারক কেন?

1 min read

বিশ্লেষণী রসায়ন হচ্ছে রসায়নের একটি শাখা, যেখানে পদার্থের বিশ্লেষণের মাধ্যমে তাদের গঠন, সংযুক্তি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।

প্রলম্বিত কণাসমূহ ক্ষতিকারক কেন?

বায়ুতে প্রলম্বিত ক্ষুদ্রাতিক্ষুদ্র কঠিন ও তরল কণাকে প্রলম্বিত কণা বলা হয়। এ কণাগুলোর ব্যাস খুবই ছোট (0.00002μ-500μ)। বায়ুতে বিদ্যমান বিভিন্ন ক্ষতিকারক উপাদান যেমন: CO, CO2, NO3, H2S প্রভৃতির প্রলম্বিত কণাসমূহ শ্বাস-প্রশ্বাসের সাথে প্রতিনিয়ত আমরা গ্রহণ করি। ফলে আমরা নানা ধরনের রোগে আক্রান্ত হই। এছাড়া এসব কণার প্রভাবে গাছের পাতার ছিদ্র পথগুলোবন্ধ হয়ে যায়। তবে উদ্ভিদের বৃদ্ধি ও ফসলের উৎপাদন হ্রাস পায়। তাই প্রলম্বিত কণাসমূহ ক্ষতিকারক।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x