ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞা । একক । মাত্রা | সম্পর্ক ও পার্থক্য | গাণিতিক সমস্যা ও সমাধান |

ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্ব পদার্থবিদ্যার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই পর্বে আমরা ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক , পার্থক্য  সম্পর্কে জানব।

ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞা – একক – মাত্রা – সম্পর্ক ও পার্থক্য

1. ঘনত্ব কাকে বলে ?

উত্তরঃ-  কোন পদার্থের একক আয়তনের ভরকে তার ঘনত্ব বা Density বলে।

2. ঘনত্ব স্কেলার না ভেক্টর রাশি?

উত্তরঃ- ঘনত্ব স্কেলার রাশি।

3. CGS ও SI পদ্ধতিতে ঘনত্বের একক লেখ।

উত্তরঃ- CGS পদ্ধতিতে ঘনত্বের একক g.cm-3 এবং SI পদ্ধতিতে kg.m-3

4. পদার্থের ভর , আয়তন ও ঘনত্বের মধ্যে সম্পর্ক কি?

উত্তরঃ- পদার্থের ঘনত্ব = পদার্থের ভর ÷ পদার্থের আয়তন।

5. ঘনত্বের মাত্রা কি?

উত্তরঃ- ML-3

6. পদার্থের ঘনত্ব কিসের উপর নির্ভর করে?

উত্তরঃ- পদার্থের ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে।

7. আপেক্ষিক গুরুত্ব কাকে বলে?

উত্তরঃ- নির্দিষ্ট তাপমাত্রায় কোন কঠিন বা তরল পদার্থের ঘনত্ব এবং 4°C উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে পদার্থটির আপেক্ষিক গুরুত্ব বলে।

8. আপেক্ষিক গুরুত্ব স্কেলার না ভেক্টর রাশি?

উত্তরঃ- আপেক্ষিক গুরুত্ব স্কেলার রাশি।

9. CGS ও SI পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্বের একক লেখ।

উত্তরঃ- আপেক্ষিক গুরুত্বের কোন একক নেই।

10. আপেক্ষিক গুরুত্বের কোন একক নেই কেন?

উত্তরঃ- আপেক্ষিক গুরুত্ব হল দুটি সমজাতীয় রাশির অনুপাত। পদার্থের ঘনত্ব ও 4°C উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাত- ই হল আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বের কোন একক নেই।

11. আপেক্ষিক গুরুত্বের মাত্রা কি?

উত্তরঃ- আপনি কি গুরুত্বের কোন মাত্রা নেই। আপেক্ষিক গুরুত্ব হলো মাত্রাহীন স্কেলার রাশি।

12. সিজিএস পদ্ধতিতে কোন পদার্থের আপেক্ষিক গুরুত্বের মান x হলে এস আই পদ্ধতিতে কত?

উত্তর: এস আই পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্বের মান হবে x ।

বি: দ্র: – সিজিএস ও এস আই পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্বের মান সমান হয়।

13. আপেক্ষিক ঘনত্ব কাকে বলে?

উত্তরঃ- আপেক্ষিক গুরুত্বকেই আপেক্ষিক ঘনত্ব- ও বলা হয়। কোন পদার্থের একক আয়তনের ভরকে তার আপেক্ষিক ঘনত্ব বলে।

14. ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের সম্পর্ক কি?

উত্তরঃ- কোন পদার্থের ঘনত্ব D এবং 4°C উষ্ণতায় জলের ঘনত্ব D0 হলে,

আপেক্ষিক গুরুত্ব (S) = D/D0

∴ D = D0 × S

SI পদ্ধতিতে ঘনত্বের মান আপেক্ষিক গুরুত্বের মানের 1000 গুণ।

CGS পদ্ধতিতে D-3= 1 g.cm-3 । সুতরাং, D = S g.cm-3

∴ CGS পদ্ধতিতে ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মান সমান।

15. ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য লেখ।

উত্তরঃ-

ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের পার্থক্য:

ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব
1. পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। 1. পদার্থটি 4°C উষ্ণতার সমআয়তন জল অপেক্ষা যত গুণ ভারী তাহলো আপেক্ষিক গুরুত্ব।
2. ঘনত্ব এর একটি নির্দিষ্ট একক আছে। 2. আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত হওয়ায় একটি বিশুদ্ধ সংখ্যা ।এর কোন একক নেই।
3. ঘনত্বের মাত্রা হল ML ^-3 3. আপেক্ষিক গুরুত্বের কোন মাত্রা নেই।
4. ঘনত্বের মান বিভিন্ন এককে বিভিন্ন হয়। 4. আপেক্ষিক গুরুত্বের মান সকল এককেই সমান।

16. 4°C তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্ব কত?

উত্তরঃ -4°c তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্ব 1 ।

17. ঘনত্ব ও ঘনমাত্রার পার্থক্য?

উত্তরঃ – কোন পদার্থের একক পরিমাণ আয়তনের ভরকেই ওই পদার্থের ঘনত্ব বলে।

অন্যদিকে, কোনো মিশ্রণে উপস্থিত একটি উপাদানের অনুপাতিক ভাগহারকেই হল ঐ উপাদানটির ঘনমাত্রা বলা হয়। ঘনমাত্রা মিশ্রণে উপস্থিত উপাদানের প্রাচুর্যকে নির্দেশ করে।

18. আপেক্ষিক গুরুত্ব কি স্কেলার রাশি?

উত্তরঃ -হ্যা ।

19. আপেক্ষিক গুরুত্ব এর সূত্রটি লেখ। 

উত্তরঃ – আপেক্ষিক গুরুত্ব = পদার্থের ঘনত্ব ÷ 4°C উষ্ণতায় জলের ঘনত্ব

= একক আয়তনে পদার্থের ভর ÷ 4°C উষ্ণতায় একক আয়তনে জলের ভর

= V আয়তনের পদার্থের ভর ÷ 4°C উষ্ণতায় V আয়তনের জলের ভর

20. ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তরঃ – পদার্থের ঘনত্ব = পদার্থের ভর ÷ পদার্থের আয়তন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *