ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্ব পদার্থবিদ্যার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই পর্বে আমরা ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক , পার্থক্য সম্পর্কে জানব।
ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞা – একক – মাত্রা – সম্পর্ক ও পার্থক্য
1. ঘনত্ব কাকে বলে ?
উত্তরঃ- কোন পদার্থের একক আয়তনের ভরকে তার ঘনত্ব বা Density বলে।
2. ঘনত্ব স্কেলার না ভেক্টর রাশি?
উত্তরঃ- ঘনত্ব স্কেলার রাশি।
3. CGS ও SI পদ্ধতিতে ঘনত্বের একক লেখ।
উত্তরঃ- CGS পদ্ধতিতে ঘনত্বের একক g.cm-3 এবং SI পদ্ধতিতে kg.m-3
4. পদার্থের ভর , আয়তন ও ঘনত্বের মধ্যে সম্পর্ক কি?
উত্তরঃ- পদার্থের ঘনত্ব = পদার্থের ভর ÷ পদার্থের আয়তন।
5. ঘনত্বের মাত্রা কি?
উত্তরঃ- ML-3
6. পদার্থের ঘনত্ব কিসের উপর নির্ভর করে?
উত্তরঃ- পদার্থের ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে।
7. আপেক্ষিক গুরুত্ব কাকে বলে?
উত্তরঃ- নির্দিষ্ট তাপমাত্রায় কোন কঠিন বা তরল পদার্থের ঘনত্ব এবং 4°C উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে পদার্থটির আপেক্ষিক গুরুত্ব বলে।
8. আপেক্ষিক গুরুত্ব স্কেলার না ভেক্টর রাশি?
উত্তরঃ- আপেক্ষিক গুরুত্ব স্কেলার রাশি।
9. CGS ও SI পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্বের একক লেখ।
উত্তরঃ- আপেক্ষিক গুরুত্বের কোন একক নেই।
10. আপেক্ষিক গুরুত্বের কোন একক নেই কেন?
উত্তরঃ- আপেক্ষিক গুরুত্ব হল দুটি সমজাতীয় রাশির অনুপাত। পদার্থের ঘনত্ব ও 4°C উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাত- ই হল আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বের কোন একক নেই।
11. আপেক্ষিক গুরুত্বের মাত্রা কি?
উত্তরঃ- আপনি কি গুরুত্বের কোন মাত্রা নেই। আপেক্ষিক গুরুত্ব হলো মাত্রাহীন স্কেলার রাশি।
12. সিজিএস পদ্ধতিতে কোন পদার্থের আপেক্ষিক গুরুত্বের মান x হলে এস আই পদ্ধতিতে কত?
উত্তর: এস আই পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্বের মান হবে x ।
বি: দ্র: – সিজিএস ও এস আই পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্বের মান সমান হয়।
13. আপেক্ষিক ঘনত্ব কাকে বলে?
উত্তরঃ- আপেক্ষিক গুরুত্বকেই আপেক্ষিক ঘনত্ব- ও বলা হয়। কোন পদার্থের একক আয়তনের ভরকে তার আপেক্ষিক ঘনত্ব বলে।
14. ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের সম্পর্ক কি?
উত্তরঃ- কোন পদার্থের ঘনত্ব D এবং 4°C উষ্ণতায় জলের ঘনত্ব D0 হলে,
আপেক্ষিক গুরুত্ব (S) = D/D0
∴ D = D0 × S
SI পদ্ধতিতে ঘনত্বের মান আপেক্ষিক গুরুত্বের মানের 1000 গুণ।
CGS পদ্ধতিতে D-3= 1 g.cm-3 । সুতরাং, D = S g.cm-3
∴ CGS পদ্ধতিতে ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মান সমান।
15. ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য লেখ।
উত্তরঃ-
ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের পার্থক্য:
ঘনত্ব | আপেক্ষিক গুরুত্ব |
---|---|
1. পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। | 1. পদার্থটি 4°C উষ্ণতার সমআয়তন জল অপেক্ষা যত গুণ ভারী তাহলো আপেক্ষিক গুরুত্ব। |
2. ঘনত্ব এর একটি নির্দিষ্ট একক আছে। | 2. আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত হওয়ায় একটি বিশুদ্ধ সংখ্যা ।এর কোন একক নেই। |
3. ঘনত্বের মাত্রা হল ML ^-3 | 3. আপেক্ষিক গুরুত্বের কোন মাত্রা নেই। |
4. ঘনত্বের মান বিভিন্ন এককে বিভিন্ন হয়। | 4. আপেক্ষিক গুরুত্বের মান সকল এককেই সমান। |
16. 4°C তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্ব কত?
উত্তরঃ -4°c তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্ব 1 ।
17. ঘনত্ব ও ঘনমাত্রার পার্থক্য?
উত্তরঃ – কোন পদার্থের একক পরিমাণ আয়তনের ভরকেই ওই পদার্থের ঘনত্ব বলে।
অন্যদিকে, কোনো মিশ্রণে উপস্থিত একটি উপাদানের অনুপাতিক ভাগহারকেই হল ঐ উপাদানটির ঘনমাত্রা বলা হয়। ঘনমাত্রা মিশ্রণে উপস্থিত উপাদানের প্রাচুর্যকে নির্দেশ করে।
18. আপেক্ষিক গুরুত্ব কি স্কেলার রাশি?
উত্তরঃ -হ্যা ।
19. আপেক্ষিক গুরুত্ব এর সূত্রটি লেখ।
উত্তরঃ – আপেক্ষিক গুরুত্ব = পদার্থের ঘনত্ব ÷ 4°C উষ্ণতায় জলের ঘনত্ব
= একক আয়তনে পদার্থের ভর ÷ 4°C উষ্ণতায় একক আয়তনে জলের ভর
= V আয়তনের পদার্থের ভর ÷ 4°C উষ্ণতায় V আয়তনের জলের ভর
20. ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তরঃ – পদার্থের ঘনত্ব = পদার্থের ভর ÷ পদার্থের আয়তন