পড়াশোনা

জিকা ভাইরাস কি? এর লক্ষণ, নিবারণ এবং নিয়ন্ত্রণ। – What is Zika Virus?

1 min read

জিকা ভাইরাস হচ্ছে ফ্ল্যাভিভাইরিডি পরিবারের ফ্ল্যাভিভাইরাস গণের অন্তর্ভুক্ত। এটি একটি RNA ভাইরাস যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। ১৯৪৭ সালে উগান্ডায় রেসাস ম্যাকাক বানরের দেহে এ ভাইরাসটি প্রথম সনাক্ত হয়। ১৯৫২ সালে উগান্ডা ও তানজানিয়াতে প্রথমবারের মতো মানবদেহে ভাইরাসটি পাওয়া যায়।

জিকা ভাইরাসের লক্ষণ

১. জ্বর হওয়া;

২. হালকা মাথা ব্যাথা হওয়া;

৩. অস্থিসন্ধিতে ব্যাথা হওয়া;

৪. পেশীতে ব্যাথা হওয়া;

৫. শরীরে লালচে দাগ বা ফুস্কুড়ি পড়া ইত্যাদি।

 

নিবারণ : Zika Virus-এ আক্রান্ত হলে তা থেকে সুস্থ হতে নিম্নোক্ত কাজগুলো করা যেতে পারে–

  • পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং প্রচুর পরিমাণ পানি পান করতে হবে।
  • জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে।
  • জ্বর বেশি হলে শরীর মুছে দিতে হবে।
নিয়ন্ত্রণ : Zika Virus নিয়ন্ত্রণে নিম্নোক্ত কাজগুলো করতে হবে-
  • আক্রান্ত রোগীকে যেন মশা না কামড়াতে পারে তার ব্যবস্থা করতে হবে। কারণ মশার মাধ্যমে এ ভাইরাসের বিস্তার ঘটে।
  • মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে।
  • বাসা বাড়িতে যেখানে পানি জমে থাকে যেমন ফুলের টব, গাড়ির টায়ার ইত্যাদি পরিষ্কার রাখতে হবে যেন তা মশার প্রজনন ক্ষেত্র না হয়।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x