এইডস (AIDS) কি? এইডস ছোঁয়াচে রোগ নয় কেন? What is AIDS?

এইডস একটি মারাত্মক সংক্রামক রোগ, যা HIV জীবাণুর মাধ্যমে সংক্রামিত হয়। এইডস (AIDS)-এর পূর্ণরূপ Acquired Immune Deficiency Syndrome. এইডসের প্রতিষেধক আবিষ্কৃত না হওয়ায় এ রোগে আক্রান্ত রোগীর মৃত্যু অনিবার্য। ১৯৮৫ সালে আফ্রিকাতে প্রথম এইডস রোগী শনাক্ত করা হয়। ১৯৮৮ সাল থেকে ১লা ডিসেম্বরকে বিশ্ব এইডস দিবস হিসাবে ঘোষণা করা হয়।

এইডস ছোঁয়াচে রোগ নয় কেন?

যে সকল রোগে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসলে, তার ব্যবহৃত জিনিস ব্যবহার করলে, রোগীর সেবা-শুশ্রুষা করলে যে সকল রোগ ছড়ায় সেগুলোকে ছোঁয়াচে রোগ বলে। কিন্তু এইডস আক্রান্ত ব্যক্তির ব্যবহূত থালা-বাসন, কাপ, গ্লাস, জামা-কাপড় ইত্যাদি ব্যবহার করলে এইডস ছড়ায় না। তাছাড়া আক্রান্ত ব্যক্তির সাথে করমর্দন, কোলাকুলি, খেলাধুলা, লেখাপড়া এবং সেবা শুশ্রুষা করলে এ রোগ ছড়ায় না। যাদের দেহে এইচআইভি আছে, তারাই শেষ পর্যন্ত এইডস এ আক্রান্ত হন। সুতরাং বলা যায় এইডস ছোঁয়াচে রোগ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *