ম্যালেরিয়া জীবাণু বলতে কী বোঝায়?
ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম পরিবারের এক ধরনের ক্ষুদ্র প্রোটোজোয়া। এরা স্পোরোজোয়া শ্রেণিভুক্ত। স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে ম্যালেরিয়া মানবদেহে বিস্তার লাভ করে। পৃথিবীর বিভিন্ন দেশে এ মশার ৩৫টি প্রজাতি আছে। ম্যালেরিয়া জীবাণু চার প্রকার। যথা:
১. Plasmodium Vivax (প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স)
৩. Plasmodium Malarae (প্লাসমোডিয়াম ম্যালেরি)
৪. Plasmodium Falcifarum (প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম)
বাংলাদেশে Plasmodium Vivax ও Plasmodium Falcifarum GB দুই প্রজাতি ম্যালেরিয়া রোগের জন্য দায়ী। Plasmodium Falcifarum অত্যন্ত মারাত্মক। এতে রোগী অজ্ঞান হয়ে যায় ও সঠিক চিকিৎসা না হলে রোগী মারা যায়।