হাঁপানি বা অ্যাজমা রোগের লক্ষণ ও উপশমের উপায় কি কি?
হাঁপানি বা অ্যাজমা রোগের লক্ষণঃ
নিচে হাঁপানি বা অ্যাজমা রোগের লক্ষণগুলো দেওয়া হলো—
এ রোগে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় এবং শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মতো হয়। রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে। শ্বাস নেওয়ার সময় রোগীর পাঁজরের মাঝের চামড়া ভেতরের দিকে ঢুকে যায়। কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয়, কিন্তু জ্বর থাকে না। রোগী শক্ত খাবার খেতে পারে না। কখনো কখনো তার বমি হয়। রোগী দুর্বল হয়ে পড়ে।
হাঁপানি বা অ্যাজমা রোগের উপশমের উপায়ঃ
নিচে হাঁপানি রোগ উপশমের উপায়গুলো ব্যাখ্যা করা হলো—
i. আলো-বাতাসপূর্ণ গৃহে বসবাস করতে হবে।
ii. হাঁপানিজনিত জিনিসের সংস্পর্শ থেকে বা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
iii. ধোঁয়া, ধুলাবালি এড়িয়ে চলতে হবে।
iv. ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করতে হবে।