★ বাগধারাঃ
অন্ধের ষষ্টি = (একমাত্র অবলম্বন)- বিধবার একমাত্র সন্তান তার অন্ধের ষষ্টি।
একাদশে বৃহস্পতি = (সৌভাগ্যের বিষয়)- এখন তার একাদশে বৃহস্পতি, ধুলোমুঠোও সোনামুঠো হচ্ছে।
কলুর বলদ = (একটানা খাটুনি)- কলুর বলদের মতো সংসারের চাকায় ঘুরে মরছি।
চোখের বালি = (চক্ষুশূল)- বখাটে ছেলেটা সকলের চোখের বালি।
সোনায় সোহাগা = (উপযুক্ত মিলন)- যেমন বর, তেমনি কনে, একেবারে সোনায় সোহাগা।
অঘাচন্ডী = (নির্বোধ)- তোমার মত অঘাচন্ডীকে দিয়ে এ কাজ হবে না।
তুষের আগুন = (দগ্ধকারী দুঃখ)- পুত্রশোকে পিতার বুকে তুষের আগুন ধিকিধিকি জ্বলছে।
বকধার্মিক = (ভন্ডধার্মিক)- এ জগতে বকধার্মিকের সংখ্যা নেহায়েৎ কম নয়।
দহরম-মহরম = (অন্তরঙ্গতা)- সবার সঙ্গে এত দহরম-মহরম ভাল নয়।
সোনায় সোহাগা = (উপযুক্ত মিলন)- যেমন বর, তেমনি কনে, একেবারে সোনায় সোহাগা।
বর্ণচোরা = নিজের আসল পরিচয় গোপন করে এমন ব্যক্তি, কপটচোরা