প্যারালাইসিস কাকে বলে? নিউমোনিয়া মারাত্মক রোগ কেন?

শরীরের কোনাে অংশের ঐচ্ছিক মাংসপেশি ইচ্ছামতাে নাড়াতে পারার ক্ষমতা নষ্ট হওয়াকে প্যারালাইসিস বলে। সাধারণত মস্তিষ্কের কোনাে অংশের ক্ষতির কারণে ঐ অংশের সংবেদন গ্রহণকারী পেশিগুলাে কার্যকারিতা হারিয়ে ফেলে। একজনের আংশিক কিংবা সম্পূর্ণ প্যারালাইসিস হতে পারে, ফলে শরীরের একপাশে কোনাে অঙ্গ অথবা উভয় পাশের অঙ্গের কার্যকারিতা নষ্ট হয়, যেমন, দুই হাত ও পায়ের প্যারালাইসিস।

নিউমোনিয়া মারাত্মক রোগ কেন?

নিউমোনিয়া ব্যাকটেরিয়াজনিত ফুসফুসের একটি রোগ। এ রোগে আক্রান্ত হলে রোগীর কাশি ও শ্বাসকষ্ট হয়। শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয় এবং অনেক বেশি জ্বর হয়। এছাড়া কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে। শিশুরা এ রোগে আক্রান্ত হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই নিউমোনিয়া একটি মারাত্মক রোগ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *