নিউমোনিয়া কি? নিউমোনিয়ার কারণ, লক্ষণ, প্রতিকার এবং প্রতিরােধ।

নিউমােনিয়া একটি ফুসফুসের রােগ। বেশি পরিমাণে ঠাণ্ডা লাগলে এ রােগ হতে পারে। হাম ও ব্রংকাইটিস রােগের পর ঠাণ্ডা লেগে নিউমােনিয়া হতে দেখা যায়। শিশু এবং বয়স্কদের জন্য এটি একটি মারাত্মক রােগ।

কারণ: নিউমােকক্কাস (Pneumococcus) নামক ব্যাকটেরিয়া এ রােগের অন্যতম কারণ। এছাড়া আরও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের আক্রমণে নিউমােনিয়া হতে পারে। এমনকি বিষম খেয়ে খাদ্যনালির রস শ্বাসনালিতে ঢুকলে সেখান থেকেও নিউমােনিয়া হতে পারে।

লক্ষণ

  • ফুসফুসে শ্লেষ্মা-জাতীয় তরল পদার্থ জমে কফ সৃষ্টি হয়।
  • কাশি ও শ্বাসকষ্ট হয়।
  • দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ বেশি জ্বর হয়।
  • চূড়ান্ত পর্যায়ে বুকের মধ্যে ঘড়ঘড় আওয়াজ হয়, মারাত্মক শ্বাসকষ্ট হয়।

প্রতিকার

  • ডাক্তারের পরামর্শ অনুযায়ী রােগীর সুচিকিৎসার ব্যবস্থা করা।
  • তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়ানাে।
  • বেশি করে পানি পান করানাে।

প্রতিরােধ

  • শিশু, বয়স্কদের যেন ঠাণ্ডা না লাগে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা।
  • ধূমপান পরিহার করা।
  • আলাে-বাতাসপূর্ণ গৃহে বসবাস করা।
  • রােগীকে সহনীয় উষ্ণতায় ও শুষ্ক পরিবেশে রাখা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *