COD এর পূর্ণরূপ হচ্ছে– Chemical Oxygen Demand, যার অর্থ হচ্ছে রাসায়নিক অক্সিজেন চাহিদা। পানিতে মোট কতটুকু রাসায়নিক দ্রব্য আছে তা বুঝানোর জন্য COD-এর মান ব্যবহার করা হয়। বিশেষভাবে নদী-নালা-বিলের পানিতে জৈব দূষক এর মাত্রা মেপে পানির গুণাগুণ বিশ্লেষণ করা হয়। পানির COD মান বেশি হলে পানি দূষণের মাত্রা বেশি হয়। আর COD মান কম হলে দূষণের মাত্রা কম হয়। তাই বিশুদ্ধতার মানদণ্ড হিসেবে COD অতীব গুরুত্বপূর্ণ। COD একটি রাসায়নিক প্রক্রিয়া।
Offcanvas menu