পড়াশোনা

এন্টিভাইরাস প্রোগ্রাম কি? জনপ্রিয় কয়েকটি এন্টিভাইরাস প্রোগ্রামের নাম।

1 min read

এন্টিভাইরাস প্রোগ্রাম হলো এক ধরনের প্রোগ্রাম যা কম্পিউটারকে ভাইরাস মুক্ত করে, কম্পিউটারে ভাইরাসবিশিষ্ট ফাইল বা প্রোগ্রাম ব্যবহারের সময় সংকেত প্রদান করে এবং কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ হতে রক্ষা করে। এককথায় বলা যায়, কম্পিউটার ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এন্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা হয়।

বর্তমান বিশ্বে জনপ্রিয় কয়েকটি এন্টিভাইরাস হলোঃ

১. এভিজি (AVG)

২. এভাস্ট (AVAST)

৩. অ্যাভিরা (Avira)

৪. ক্যাসপারেস্কি (Kaspersky)

৫. ম্যাকএফির ভাইরাস স্ক্যান (McAffy’s Virus Scan)

৬. নর্টন এন্টিভাইরাস (Norton Anti Virus-NAV)

৭. আইবিএম এন্টিভাইরাস (IBM AntiVirus)

৮. পিসি সিলিন (PC Cillin)

৯. বিটডিফেন্ডার (Bitdefender)

এছাড়াও আরও অনেক এন্টিভাইরাস রয়েছে।

 

এন্টি ভাইরাস প্রোগ্রাম ইন্সটল প্রক্রিয়া

একটি এন্টি ভাইরাস প্রোগ্রাম ইন্সটল প্রক্রিয়া নিচে দেওয়া হলো:

ধাপ-১ঃ কম্পিউটার অন করে ডেস্কটপে আসুন।

ধাপ-২ঃ My Computer এর উপর মাউস পয়েন্টার দিয়ে ডাবল ক্লিক করুন।

ধাপ-৩ঃ ধরি D ড্রাইভ হতে McAfee এন্টি ভাইরাস প্রোগ্রামটি ইন্সটল করা হবে।

ধাপ-৪ঃ এবারে McAfee এন্টি ভাইরাসটিতে ডবল ক্লিক করুন।

ধাপ-৫ঃ এরপর Setup এর উপর ডবল ক্লিক করি। তাহলে ইনস্টলেশনের কাজ শুরু হবে।

ধাপ-৬ঃ এরপর I accept the terms in the license অপশনটি সিলেক্ট করে OK তে ক্লিক করুন।

ধাপ-৭ঃ এরপর উইন্ডোর Typical অপশনটি সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

ধাপ-৮ঃ এরপর উইন্ডোর Install এ ক্লিক করলে এর অল্প সময়ের মধ্যেই সম্পূর্ন সফটওয়্যারটি ইন্সটল হয়ে যাবে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x