ফার্মওয়্যার (Firmware), ফ্রিওয়্যার (Freeware), শেয়ারওয়্যার (Shareware) কি?

ফার্মওয়্যার (Firmware)

ফার্মওয়্যার হলো এক ধরনের সফ্টওয়্যার। ফার্মওয়্যারকে হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের মাঝামাঝি গাঠনিক অবস্থান বলে অভিহিত করা যায়। এ প্রোগ্রামগুলি স্থায়ীভাবে মেমোরিতে সংরক্ষিত থাকে এবং সাধারণভাবে পরিবর্তন করাও সম্ভব নয়। কম্পিউটার অন-অফ, স্টার্ট, রিস্টার্ট, ইনপুট এবং আউটপুটের যে কার্যধারা তা ফার্মওয়্যারের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেসব তথ্য এবং কার্য নির্দেশের তালিকা কম্পিউটার পরিচালনা এবং অন করার সাথে সাথে খুবই প্রয়োজনীয় এবং বারবার কম্পিউটারে ব্যবহৃত হয় ও কম্পিউটারে স্থায়ীভাবে রাখার দরকার সেই সব তথ্যগুলোকে কম্পিউটার প্রস্তুতকারক কম্পিউটার তৈরির সময় ROM- এ স্থায়ীভাবে সংরক্ষিত রাখার ব্যবস্থা করেন। রমে স্থায়ীভাবে সঞ্চিত সব প্রোগ্রাম, তথ্য ও নির্দেশকে একসঙ্গে ফার্মওয়্যার বলে।

ফ্রিওয়্যার (Freeware)

বিভিন্ন সফটওয়্যার ডেভলপার প্রতিষ্ঠান তাদের প্রচারের জন্য বা সমাজসেবামূলক কাজের জন্য তাদের তৈরি সফটওয়্যারের লাইসেন্স সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেন। এই সফটওয়্যার ব্যবহারের জন্য কিনে নিতে হয় না। ইনস্টল করলে কপিরাইট আইন লঙ্ঘিত হয় না। এদেরকেই ফ্রিওয়্যার বলে।

শেয়ারওয়্যার (Shareware)

একদিন, সাত দিন, পনের দিন, এক মাস বা দুই মাস ইত্যাদি বিভিন্ন সময়ের মেয়াদে বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠান তাদের তৈরি সফটওয়্যার ফ্রী ব্যবহারের অনুমতি দিয়ে থাকে। এর উদ্দেশ্য থাকে দুটি।

১. ক্রেতা যেন সেই সফটওয়্যারটি পরীক্ষা-নিরিক্ষা করে দেখে নিতে পারে।

২. এরপর ক্রেতা ক্রয় করতে চাইলে কেনার জন্য অর্ডার দিতে পারে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *