সামাজিক মূল্যবোধ বলতে কি বুঝায়? সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কী?
সামাজিক মূল্যবোধ (Social Value) বলতে সমাজে প্রচলিত রীতিনীতি, ধ্যানধারণা, বিশ্বাস, লক্ষ্য, উদ্দেশ্য, সংস্থা ইত্যাদির সমষ্টিকে বোঝায়, যা পরোক্ষভাবে মানুষের আচার-আচরণ ও কার্যাবলি নিয়ন্ত্রণ করে।
সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কী?
মূল্যবোধ আমাদের সমাজবদ্ধ জীবনের বৈশিষ্ট্য। মূল্যবোধ অনুশীলনের মাধ্যমেই সামাজিক বিধি-ব্যবস্থা, আচার, ব্যবহার ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ ব্যক্তি আচরণে স্পষ্ট হয়ে ওঠে। সামাজিক মূল্যবোধগুলোর মধ্যে রয়েছে সকলের জন্য সমান সুযোগ সুবিধা। বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা, সত্যবাদিতা, ন্যায়বোধ ইত্যাদিই সামাজিক মূল্যবোধগুলোর বৈশিষ্ট্য।