Modal Ad Example
পড়াশোনা

জীবাত্মা কাকে বলে? ‘জীবাত্মার ধ্বংস বা মৃত্যু নেই’- ব্যাখ্যা করো।

1 min read

আত্মা বা পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করে তখন তাকে জীবাত্মা বলে।

 

‘জীবাত্মার ধ্বংস বা মৃত্যু নেই’- ব্যাখ্যা করো।

জীবাত্মার ধ্বংস বা মৃত্যু নেই। ঈশ্বরের আরেক নাম পরমাত্মা। এ পরমাত্মা জীবের মধ্যে অবস্থান করেন বলেই জীবের চেতনাশক্তি আছে। এই চেতনাই জীবাত্মা। মানুষের মৃত্যুর মাধ্যমে কেবল দেহের ধ্বংস হয়। কিন্তু আত্মা বেঁচে থাকে। আত্মার শুধু স্থানান্তর ঘটে। এ কারণেই বলা হয় জীবাত্মার ধ্বংস বা মৃত্যু নেই।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x