ক্যালরিমিতির মূলনীতি লিখ।
উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ = কম উষ্ণ বস্তু কর্তৃক গৃহীত তাপ। তাপের এই আদান প্রদান দুটি বস্তুর তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত চলতে থাকবে। এটিই হলো ক্যালরিমিতির মূলনীতি।
উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ = কম উষ্ণ বস্তু কর্তৃক গৃহীত তাপ। তাপের এই আদান প্রদান দুটি বস্তুর তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত চলতে থাকবে। এটিই হলো ক্যালরিমিতির মূলনীতি।
সোয়ালো হোল কাকে বলে? দ্রবণজনিত ক্ষয়কার্যের ফলে সিঙ্কহোলগুলি আরও প্রসারিত হলে সিঙ্কহোলের উপরে অবস্থিত মৃত্তিকার আবরণ ধ্বসে পড়ে। এছাড়া একাধিক সিঙ্কহোল পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি হওয়া অপেক্ষাকৃত বড় গর্ত যার মধ্য দিয়ে বৃষ্টির জল ভূ-অভ্যন্তরে প্রবেশ করে তাকে সোয়ালো হোল বলে। সোয়ালো হোল সৃষ্টির কারণ কার্বনিক এসিড মিশ্রিত বৃষ্টির জলের সঙ্গে দ্রবণ কার্যের ফলে সিঙ্কহোলের…
চার্জের কোয়ান্টায়ন কি? (What is Quantization of charge) একটি ইলেকট্রন বা প্রোটনের চার্জই হলো প্রকৃতিতে ন্যূনতম মানের চার্জ। একটি ইলেকট্রনের চার্জকে (−e) এবং একটি প্রোটনের চার্জকে (+e) দ্বারা চিহ্নিত করা হয়। এর মান e = 1.60218 × 10-19 C। পরীক্ষার সাহায্যে দেখা যায় যে, প্রকৃতিতে কোনো বস্তুর সর্বমোট চার্জ একটি নির্দিষ্ট ন্যূনতম মানের পূর্ণ সংখ্যার…
তড়িৎ চুম্বকীয় বিকিরণের অন্তর্ভুক্ত রয়েছে দৃশ্যমান আলো (Visible-Light), অবলোহিত বিকিরণ (Infrared Radiation), বেতার তরঙ্গ (Radio Wave), অতিবেগুনী বিকিরণ (Ultraviolet Radiation), এক্স-রে (X-ray) ও গামা রশ্মি (Y-ray)। এসব বিকিরণ যে বর্ণালীর সৃষ্টি করে তাকে তড়িৎ চুম্বকীয় বর্ণালী বলে।
ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি সংকোচন-প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুই হলো পেশি টিস্যু। পেশি টিস্যুর প্রকারভেদ পেশি টিস্যু তিন প্রকারের হয়। যথা – ১) ঐচ্ছিক টিস্যু, ২) অনৈচ্ছিক টিস্যু এবং ৩) হৃদপেশি। ১) ঐচ্ছিক পেশি ঐচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছানুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়। এর কোষগুলো নলাকার, শাখাবিহীন এবং আড়াআড়ি ডোরাযুক্ত। এ পেশির কোষগুলোতে সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে। এরা…
প্রেজেন্টেশন টেমপ্লেট (Presentation template) হলো প্রেজেন্টেশনের জন্য আগে থেকে তৈরি করা বিভিন্ন প্রেজেন্টেশন ডকুমেন্ট ফাইল, যাতে নানা রকমের টেক্সট, ইমেজ, এনিমেশন ও ইফেক্ট যুক্ত থাকে। কম্পিউটারে পাওয়ার পয়েন্টে এ ধরনের প্রচুর সুন্দর সুন্দর প্রেজেন্টেশন টেমপ্লেট যুক্ত রয়েছে। তৈরিকৃত টেমপ্লেটকে ইচ্ছে মতো অল্প বা অধিক পরিবর্তন করে ব্যবহার করা যায়। প্রেজেন্টেশন টেমপ্লেট ব্যবহারের নিয়ম: ধাপ-১ঃ Microsoft Office Power…
প্রশ্ন-১. রেচনতন্ত্র কাকে বলে? উত্তর : যে তন্ত্র রেচন কার্যে সাহায্য করে তাকে রেচনতন্ত্র বলে। প্রশ্ন-২. মানবদেহে রেচন অঙ্গ কয়টি? উত্তর : ৩টি। প্রশ্ন-৩. মূত্রের মাধ্যমে কোন ধরনের বর্জ্য পদার্থ বের হয়? উত্তর : নাইট্রোজেন ঘটিত। প্রশ্ন-৪. ইউরেটর কোন তন্ত্রের অংশ? উত্তর : রেচনতন্ত্র। প্রশ্ন-৫. লোমকূপ কাকে বলে? উত্তর : ত্বকের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রকে…