র্যাম ও হার্ডডিস্কের মধ্যে পার্থক্য কি?
র্যাম ও হার্ডডিস্কের মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলোঃ
র্যাম
- র্যাম হলো প্রাথমিক বা প্রধান মেমোরি।
- র্যাম অস্থায়ী মেমোরি।
- কম্পিউটার বন্ধ করার সাথে সাথেই র্যামের তথ্য হারিয়ে যায়।
- র্যামে নতুন কোনো তথ্য রাখলে আগের তথ্যটি মুছে যায়।
- কম্পিউটারের বিভিন্ন কাজের উপাত্ত ও নির্দেশনা র্যামে সাময়িকভাবে থাকে।
হার্ডডিস্ক
- হার্ডডিস্ক হলো সহায়ক মেমোরি।
- হার্ডডিস্ক স্থায়ী মেমোরি।
- কম্পিউটার বন্ধ করা আর না করার সাথে হার্ডডিস্কের সম্পর্ক থাকে না।
- হার্ডডিস্কের ধারণক্ষমতা অনুযায়ী একাধিক তথ্য একসাথে রাখা যায়।
- বিভিন্ন ধরনের ডকুমেন্ট, অডিও ও ভিডিও ফাইলসহ অনেক তথ্য পাকাপাকিভাবে হার্ডডিস্কে রাখা যায়।