আউটপুট ডিভাইস কাকে বলে? – What is Output Device?
যে সমস্ত ডিভাইস, প্রসেসরের কাজ শেষ হলে তার ফলাফল প্রদর্শন করে তাদের আউটপুট ডিভাইস বলে। যেমনঃ প্রিন্টার, স্পিকার ইত্যাদি।
কয়েকটি আউটপুট ডিভাইসের বর্ণনা নিচে দেওয়া হলো–
২. প্রিন্টার : প্রিন্টারের মাধ্যমে কম্পিউটার থেকে কোনো ছবি বা তথ্যের হার্ডকপি পাওয়া যায়। প্রাপ্ত তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
৩. প্লটার : বই বা চিঠিপত্র ছাপানোর জন্য সাধারণ মাপের প্রিন্টার যথেষ্ট। কিন্তু কোনো বড় বিজ্ঞাপন, পোস্টার, ব্যানার, বাড়ির নকশা ছাপাতে প্লটার ব্যবহার করতে হয়।