পড়াশোনা

ইডিজিই (EDGE) কি? ইডিজিই এর বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা – What is EDGE?

1 min read

জিপিআরএস এর চাইতে উন্নত মোবাইল ফোন প্রযুক্তি হলো ইডিজিই। EDGE এর পুরো অর্থ হলো Enhanced Data rates for GSM Evolution। এটি Enhanced GPRS (EGPRS) বা IMT Single Carrier (IMT-SC) কিংবা Enhanced Data rates for Global Evolution নামেও পরিচিত। স্ট্যান্ডার্ড জিএসএম নেটওয়ার্কে উন্নত ডেটা ট্রান্সমিশন রেট প্রদান করে EDGE।

ইডিজিই এর বৈশিষ্ট্য (Features of EDGE)

  • এটি স্ট্যান্ডার্ড GPRS এর চাইতে চারগুণ বেশি ট্রাফিক বহন করতে পারে।
  • থ্রিডি নেটওয়ার্কের জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন্স ইউনিয়ন এর চাহিদাগুলো EDGE পূরণ করেছে।
  • ৯টি মডুলেশন ও কোডিং স্কিম ব্যবহার করে।
  • বড় আকারের চিপ ভেন্ডরদের দ্বারা GSM এবং WCDMA/HSPA উভয়টির জন্যই বর্তমানে EDGE সমর্থন করে।

 

ইডিজিই এর সুবিধা (Advantages of EDGE)
  • যেকোনো প্যাকেট সুইচড অ্যাপ্লিকেশনের জন্য যেমন- ইন্টারনেট সংযোগের জন্য EDGE ব্যবহার করা যায়।
  • ভিডিও সার্ভিস এবং মাল্টিমিডিয়া সুবিধাদি প্রদানের মতো হাই-স্পিড ডেটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে EDGE ডেটার ক্ষমতাকে বৃদ্ধি করে।
  • EDGE এর মাধ্যমে মোবাইল ফোনে বা কম্পিউটারে দ্রুত গতিতে নেট সার্ফিং, ই-মেইল গ্রহণ ও প্রেরণ করা যায়।
  • দ্রুত গতিতে টেক্সট ডকুমেন্ট, স্প্রেডশিট, ফটোগ্রাফ ও ইলাস্ট্রেশন, স্থির ও চলমান ইমেজ, অডিও, করপোরেট ই-মেইল প্রভৃতি ট্রান্সমিশন করা যায়।
  • মোবাইল চ্যাটিং করা যায় এবং অনলাইনে গেম খেলা যায়।
  • মোবাইল ডিভাইসে স্ট্রিমিং অডিও ও ভিডিও উপভোগ করা যায়।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x