পড়াশোনা

কঠিন এক্সরে (Hard X-ray) এবং কোমল এক্সরে (Soft X-ray) কাকে বলে?

1 min read

কঠিন এক্সরে : এক্সরে যন্ত্রে প্রযুক্ত বিভব পার্থক্য বেশি হলে যে এক্সরে পাওয়া যায় অর্থাৎ যে এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম ও ভেদনক্ষমতা বেশি তাকে কঠিন এক্সরে (Hard X-ray) বলে।

কোমল এক্সরে : এক্সরে যন্ত্রে কম বিভব পার্থক্য প্রয়োগ করে যে এক্সরে পাওয়া যায় অর্থাৎ যে এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত বেশি, ফলে ভেদন ক্ষমতা অপেক্ষাকৃত কম, তাকে কোমল এক্সরে (Soft X-ray) বলে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x