অষ্টম অধ্যায় : মহাবিশ্ব (বিজ্ঞান), পঞ্চম শ্রেণি

প্রশ্ন-১. পৃথিবীর দুই ধরনের গতি কী কী?
উত্তর : পৃথিবীর দুই ধরনের গতি হলো— ১। আহ্নিক গতি ও ২। বার্ষিক গতি।

প্রশ্ন-২. দিন এবং রাত কী কারণে হয়?
উত্তর : পৃথিবীর তার অক্ষের উপর দিনে একবার ঘুরপাক খায়। একে পৃথিবীর আহ্নিক গতি বলে। এই আহ্নিক গতির কারণেই পৃথিবীর দিন ও রাত হয়।

প্রশ্ন-৩. চাঁদের বিভিন্ন দশার কারণ কী?
উত্তর : চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময়ই আলোকিত থাকে। কিন্তু পৃথিবীর আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়।

প্রশ্ন-৪. গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কি?
উত্তর : গ্রহ নক্ষত্রের চারিদিকে ঘুরে। যেমন– পৃথিবী একটি গ্রহ, যা নক্ষত্র সূর্যের চারিদিকে ঘুরে। আবার উপগ্রহ চারিদিকে ঘুরে। যেমন– চাঁদ একটি উপগ্রহ, যা পৃথিবীর চারদিকে ঘুরে।

প্রশ্ন-৫. ঋতু পরিবর্তনের কারণ কি?

উত্তর : পৃথিবীর বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হয়। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় একপাশে একটু হেলে ঘোরে। পৃথিবীর এই হেলানো অবস্থাই ঋতু পরিবর্তনের জন্য দায়ী। উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে ঝুঁকে থাকে তখন সূর্য রশ্মি অপেক্ষাকৃত খাড়াভাবে এসে এই এলাকায় পড়ে। এছাড়া হেলে থাকার জন্য উত্তর গোলার্ধ এলাকা বেশিক্ষণ ধরে সূর্যের দিকে মুখ করে থাকে। অর্থাৎ সে সময় উত্তর গোলার্ধে দিন বড় হয় এবং রাত্রি ছোট হয়। বেশিক্ষণ ধরে সূর্য রশ্মি পাওয়ার ফলে ঐ এলাকার তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে তখন ঐ উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল দেখা দেয়। এই সময় দক্ষিণ গোলার্ধে এর ঠিক উল্টো ব্যাপার ঘটে। তাই সেখানে হয় শীতকাল। এভাবে বার্ষিক গতির কারণে ঝতু পরিবর্তন ঘটে থাকে।

প্রশ্ন-৬. গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন?
উত্তর : যখন পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে সে অংশে তখন গ্রীষ্মকাল হয়। এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়।

প্রশ্ন-৭. গ্রহ কী?
উত্তর : যা সূর্যকে কেন্দ্র করে ঘুরে এবং যার নিজস্ব কোন আলো নেই তাই গ্রহ।

প্রশ্ন-৮. উপগ্রহ কি?
উত্তর : উপগ্রহ হলো সেই বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়।

প্রশ্ন-৯. বার্ষিক গতি কি?
উত্তর : সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনই বার্ষিক গতি।

প্রশ্ন-১০. পৃথিবীর গতি কত প্রকার?
উত্তর : পৃথিবীর গতি দুই প্রকার।

প্রশ্ন-১১. আহ্নিক গতি কি?
উত্তর : আহ্নিক গতি হলো পৃথিবীর নিজ অক্ষের উপর ঘূর্নায়মান গতি।

প্রশ্ন-১২. গ্যালাক্সি কাকে বলে?
উত্তর : অনেকগুলো নক্ষত্র মিলে যে বিশাল সমাবেশ তৈরি হয় তাকে গ্যালাক্সি বলে। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *