কেস হার্ডেনিং কাকে বলে এবং কেন করা হয়? কত প্রকার ও কি কি?

স্টীলের বাইরের তলকে শক্ত করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে কেস (Case) হার্ডেনিং বলে।

নিচে উল্লেখিত উদ্দেশ্যে কেস হার্ডেনিং করা হয়ঃ
১। করােশন প্রতিরােধ ক্ষমতা বৃদ্ধি করা।
২। দ্রব্যের পৃষ্ঠে চকচকে ভাব সৃষ্টি করা।
৩। মরিচা রােধ ক্ষমতা বৃদ্ধি করা।
৪। ঘর্ষণ ক্ষয়রােধিতা বৃদ্ধি করা।
৫। দ্রব্যের মসৃণ পৃষ্ঠ সৃষ্টি করা।
৬। রাসায়নিক বিক্রিয়া প্রতিরােধ ক্ষমতা সৃষ্টি করা।
৭। পণ্য বা দ্রব্যের স্থায়িত্ব বৃদ্ধি করা।

কেস হার্ডেনিং কত প্রকার ও কী কী?
কেস হার্ডেনিং পদ্ধতিকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায় । যথাঃ
১। কার্বুরাইজিং (Carburizing)
(ক) প্যাক কার্বুরাইজিং (Pack Carburizing)
(খ) গ্যাস কার্বুরাইজিং (Gas Carburizing)
(গ) লিকুইড কার্বুরাইজিং (Liquid Carburizing)
২। সায়ানাইডিং (Cyaniding)
৩। নাইট্রাইডিং (Nitriding)
৪। ইন্ডাকশন হার্ডেনিং (Induction Hardining)
৫। ফ্লেম হার্ডেনিং (Flame Hardening)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *