পাইপ ফিটিংস বলতে কী বুঝায়?
পাইপ লাইনে পাইপ সংযোজন, পাইপ লাইনের দিক পরিবর্তন, প্রধান পাইপ লাইন হতে শাখা লাইন বের করা, বড় আকারের পাইপের সঙ্গে ছােট আকারের পাইপের সংযােজন করা এবং পাইপ লাইনে প্লাম্বিং ফিক্সার বসাতে নানা প্রকার সাজ-সরঞ্জাম প্রয়ােজন হয়। এ সরঞ্জামগুলােকেই পাইপ ফিটিংস বলে। যেমন- (ক) এলবাে, (খ) টী, (গ) ক্রস, (ঘ) রিডিউসিং এলবো, (ঙ) ওয়াই, (চ) সকেট ইত্যাদি।
বিভিন্ন প্রকার পাইপ ফিটিংসের নাম
(ক) ফ্ল্যাঞ্জ পাইপ ফিটিংস
(খ) বিশেষ ফিটিংস
(গ) স্পাইগেট ও সকেট ফিটিংস
(ঘ) রট আয়রণ ও ষ্টীল পাইপের ফিটিংস
(ঙ) এক্সপানশন জয়েন্ট
(চ) ইউনিয়ন ইত্যাদি।