সার্থক অংক ও সহকারি অংক কাকে বলে?
সার্থক অংকঃ যে সব অঙ্কের নিজস্ব মান আছে তাকে সার্থক অঙ্ক বলে।সাধারণত ১ থেকে ৯ পর্যন্ত অঙ্ক গুলিকে সার্থক অঙ্ক বলে।এই সংখ্যাগুলোর স্বকীয় বা প্রকৃত মান যথাক্রমে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। এদের মূলত নিজস্ব মান থাকার কারণেই এদেরকে সার্থক অঙ্ক বলা হয়।
সহকারি অংকঃ যে অংক কোনো সংখ্যার শেষে অথবা সংখ্যাটির অংকগুলোর মাঝে বসে নতুন একটি সংখ্যা গঠন করলেও অংকটি কোনো সংখ্যার পূর্বে বসে সংখ্যাটির সাংখ্যিক মানের কোনো পরিবর্তন করতে পারে না অর্থাৎ, নতুন একটি সংখ্যা গঠন করে না তাকে সহকারি অংক বলে। ০ হলো একমাত্র সহকারি অংক।