সেন্ট্রোসোম (Centrosome) বলতে কি বুঝ?
সেন্ট্রোসোম সাইটোপ্লাজমের একটি ক্ষুদ্র অঙ্গ। এর ভেতরের তরল পদার্থকে সেন্ট্রোস্ফিয়ার এবং ভেতরের দুটো গোলাকার বস্তুকে সেন্ট্রিওল বলে। কোষ বিভাজনে এরা সাহায্য করে। এটি প্রাণী কোষের একটি বৈশিষ্ট্য। নিম্নশ্রেণির উদ্ভিদ কোষে কখনো কখনো এদের দেখা যায়।