থার্মোডাইনামিকস বলতে কি বুঝায়?
থার্মোডাইনামিকস এর আভিধানিক অর্থ হলাে তাপ গতিবিদ্যা। Thermo এবং Dynamics এ দু’টি গ্রিক শব্দ থেকে থার্মোডাইনামিকস এর উৎপত্তি। Thermo অর্থ তাপ বা গরম এবং Dynamics অর্থ চলমান বস্তু সংক্রান্ত বিদ্যা বা গতিবিদ্যা। সুতরাং থার্মোডাইনামিকস হলাে চলমান বস্তুর সাথে তাপের সম্পর্ক সংক্রান্ত বিদ্যা। থার্মোডাইনামিকস মূলত তাপ ও কাজের সম্পর্ক নিয়ে আলােচনা করে।