সমাণুকরণ বলতে কি বোঝায়?
যে বিক্রিয়ায় কোন যৌগের অণুতে পরমাণুসমূহ পুনর্বিন্যস্ত হয়ে অন্য সমাণু উৎপন্ন করে তাকে সমাণুকরণ বিক্রিয়া বলে।
উদাহরণ : অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে তা ইউরিয়ায় রূপান্তরিত হয়।
যে বিক্রিয়ায় কোন যৌগের অণুতে পরমাণুসমূহ পুনর্বিন্যস্ত হয়ে অন্য সমাণু উৎপন্ন করে তাকে সমাণুকরণ বিক্রিয়া বলে।
উদাহরণ : অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে তা ইউরিয়ায় রূপান্তরিত হয়।
প্রশ্ন-১। ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি? উত্তরঃ কাল্পনিক জগতে বিচরণ। প্রশ্ন-২। বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা কে? উত্তরঃ মার্শাল ম্যাকলুহান। প্রশ্ন-৩। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? উত্তরঃ কানেক্টিভিটি। প্রশ্ন-৪। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত? উত্তরঃ ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। প্রশ্ন-৫। আউটসোর্সিং কি? উত্তরঃ ইন্টারনেটভিত্তিক কাজ। প্রশ্ন-৬। ডাটা বা উপাত্ত কী? উত্তরঃ সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামালগুলোকে ডাটা বা উপাত্ত বলে।…
Active Voice to Passive Voice এ পরিবর্তন করতে হলে Active Voice এর Object Passive Voice এ Subject হয়ে বসে এবং Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে বসে এবং তার পূর্বে by বসে । Active Voice এর মূল Verb এর Passive Voice এ Past Participle রূপ হয় এবং Tense ও Passive Voice…
প্রশ্ন-১. কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে? উত্তর : ইন্টারনেট। প্রশ্ন-২. ছোট শহর বা গ্রামে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কোন সেবা ভূমিকা রাখছে? উত্তর : টেলিমেডিসিন। প্রশ্ন-৩. অতীতে বিদেশে যোগাযোগের একমাত্র উপায় ছিল কোনটি? উত্তর : চিঠি। প্রশ্ন-৪. বর্তমানে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় কোনটি? উত্তর : ই-মেইল এড্রেস। প্রশ্ন-৫. কোন যন্ত্র রোগীর শরীরের ত্রিমাত্রিক ছবি…
চলক (Variable) হলো মেমোরি (RAM) লোকেশনের নাম বা ঠিকানা। চলক নামকরণ ভেরিয়েবলের প্রথম অক্ষরটি অবশ্যই বর্ণ (a,..,z, A,..,Z), হতে হবে। ভেরিয়েবলের প্রথম অক্ষরটির পরে ভেরিয়েবল নামকরণে কেবল আলফাবেটিক ক্যারেক্টার (a,..,z, A,..,Z), ডিজিট (0,..,9), এবং আন্ডারস্কোর (_) ও ডলার চিহ্ন ($) ব্যতীত অন্য কোন ক্যারেক্টার ব্যবহার করা যায় না। একই ফাংশনে একই নামে দুই বা ততোধিক ভেরিয়েবল…
নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য নিচে দেওয়া হলো- নিয়মিত প্রতিফলন মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। নিয়মিত প্রতিফলনে আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান থাকে। এ প্রতিফলনে প্রতিফলিত আলোকরশ্মিগুলো পরস্পর সমান্তরাল। প্রতিফলনের পর অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয়। বিক্ষিপ্ত প্রতিফলন অমসৃণ তলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। বিক্ষিপ্ত প্রতিফলনে আপতন কোণ ও প্রতিফলন কোণ…
যে লেন্সের মধ্যভাগ মোটা ও প্রান্তভাগ ক্রমশ সরু তাকে উত্তল লেন্স বলে। এ লেন্স সাধারণত একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী করে থাকে বলে একে অভিসারী লেন্সও বলা হয়। উত্তল লেন্সের সাহায্যে আলোকরশ্মিকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করা যায়। উত্তল লেন্সের প্রকারভেদ উত্তল লেন্স তিন প্রকারের হয়ে থাকে। যথা– ক. উভোত্তল বা দ্বি-উত্তল লেন্স : যে…