অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? অ্যামাইটোসিস কোথায় ঘটে? What is Amitosis?

যে কোষ বিভাজন পদ্ধতিতে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন (Amitosis cell division) বলে। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ইস্ট, ছত্রাক, অ্যামিবা প্রভৃতি অপ্রকৃত এককোষী জীবদেহে অ্যামাইটোসিস ঘটে। এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে। এ ধরনের কোষ বিভাজন নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। একই সময় সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটিতে পরিণত হয়। এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি কোষ সৃষ্টি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *