আগ্নেয় শিলার বৈশিষ্ট্যসমূহ নিচে দেওয়া হলো–
- আগ্নেয় শিলা সর্বপ্রথম ম্যাগমা থেকে সৃষ্টি হয়।
- এটি অস্তরীভূত শিলা।
- এ শিলা জীবাশ্মবিহীন।
- আগ্নেয় শিলার গঠন প্রক্রিয়া একটি ভৌত পরিবর্তন।
- এ শিলা সুদৃঢ় ও সুসংহত হওয়ায় এটি মজবুত ও শক্ত।
আগ্নেয় শিলার বৈশিষ্ট্যসমূহ নিচে দেওয়া হলো–