সমুদ্র স্রোত কাকে বলে?

সমুদ্রের পানি এক স্থানে স্থির থাকে না। বিভিন্ন কারণে এ পানি এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করছে। সমুদ্রের পানির এ গতিকে সমুদ্র স্রোত বলে। সমুদ্রস্রোতের প্রধান কারণ বায়ুপ্রবাহ। সমুদ্রস্রোতকে উষ্ণতার তারতম্য অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। যথা–

(ক) উষ্ণ স্রোত ও

(খ) শীতল স্রোত।

উষ্ণ স্রোতঃ নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি হওয়ায় জলরাশি হালকা হয় ও হালকা জলরাশি সমুদ্রের উপরিভাগ দিয়ে পৃষ্ঠ প্রবাহরূপে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এরূপ স্রোতকে উষ্ণ স্রোত (Warm currents) বলে।

শীতল স্রোতঃ মেরু অঞ্চলের শীতল ও ভারী জলরাশি জলের নিচের অংশ দিয়ে অন্তঃপ্রবাহরূপে নিরক্ষীয় উষ্ণ মন্ডলের দিকে প্রবাহিত হয়। এরূপ স্রোতকে শীতল স্রোত (Cold currents) বলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *